ঢাকা : দশম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সহিংসতার উদাহরণ টেনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, সামনের নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী তরুণ লীগের এক আলোচনায় তিনি এ কথা বলেন।
মায়া বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি খালেদা জিয়া নির্বাচনে অংশ না নিয়ে ক্ষমতার রেস থেকে ছিটকে পড়েছে। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে বিএনপি পৌর নির্বাচনে অংশ নিয়েছিল। কিন্তু জনগণ ভোটের মাধ্যমে আগুন সন্ত্রাসীকে উপযুক্ত শিক্ষা দিয়েছে।
তিনি বলেন, খালেদা জিয়া যেভাবে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারেন, আগামীতে ভোট এলে অবস্থা ভয়াবহ আকার ধারণ করবে। তবে ভোটে তাদের পরাজয় আরো ভয়াবহ হবে।
বিএনপি ছেড়ে খালেদা জিয়া জামায়াতের আমির হয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি।
মায়া বলেন, জামায়াত-শিবিরের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য তিনি উঠেপড়ে লেগেছেন। কিন্তু কোনো ষড়যন্ত্রই এ বিচার বন্ধ করতে পারবে না।
যারা যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে, তাদের জায়গা এদেশের মাটিতে হবে না।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, সংসদ সদস্য সানজিদা খানম প্রমুখ।
২১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম