বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬, ০৭:২০:৫৯

পুলিশ ছাড়া আ.লীগকে রাজপথে নামার চ্যালেঞ্জ হাফিজের

পুলিশ ছাড়া আ.লীগকে রাজপথে নামার চ্যালেঞ্জ হাফিজের

ঢাকা : ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রতি চ্যালেঞ্জ ছোড়ে দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমেদ।  তিনি বলেছেন, বিনাভোটে ক্ষমতায় অনেকদিন থেকেছেন।  পুলিশ ছাড়া রাজপথে নামুন, দেখি জনগণ কাদের পাশে থাকে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এ আলোচনা সভার আয়োজন করে।

হাফিজ উদ্দীন বলেন, বিএনপি রণাঙ্গনের মুক্তিযুদ্ধের দল।  আর আওয়ামী লীগ স্মরণার্থী দল।  মিথ্যাচার করতে করতে দেশটাকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে আওয়ামী লীগ।

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, কলঙ্কজনক কাজ অনেক করেছেন। জিয়ার মাজার অপসারণের মত কলঙ্কজনক কাজটি দয়া করে করবেন না। পঞ্চাশ বছর পর হলেও মানুষ বলবে, আপনি সেই ব্যক্তি যিনি জিয়ার মাজার অপসারণ করেছেন।  এতে সারা বিশ্বের মানুষ আপনাকে ধিক্কার দেবে।

শহীদদের প্রকৃত সংখ্যা নিয়ে বেগম জিয়ার বক্তব্য মাটিতে পড়ার আগেই আওয়ামী লীগের গৃহপালিত বুদ্ধিজীবীরা চিৎকার শুরু করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আক্ষেপ করে বলেন, নিজেদের মধ্যে শিক্ষা না থাকায় শাসকগোষ্ঠী দেশটাকে মূর্খের রাজত্বে পরিণত করেছে।  ঘরে ঘরে ইয়াবা পৌঁছে দিয়েছে। যাদের থাকার কথা ছিল কারাগারে, তাদের ছবি দেখা যায় রাজপথে।

প্রধান বিচারপতির বক্তব্যের উদ্ধৃতি দিয়ে হাফিজ উদ্দীন বলেন, তার বক্তব্য অনুযায়ী বর্তমান সরকার অবৈধ।  সভ্য দেশ হলে এতক্ষণে পদত্যাগ করতো সরকার।  কিন্তু এ সরকার হলো- তোরা যে যাই বলিস ভাই, আমি ক্ষমতার মসনদ চাই।

সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ ইব্রাহীম বীরপ্রতীক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রাশেদা বেগম হীরা, সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খাঁন প্রমুখ।
২১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে