বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬, ১০:০৭:৪৪

ছাত্রদলের হাল ধরছেন যারা

 ছাত্রদলের হাল ধরছেন যারা

নিউজ ডেস্ক : ছাত্রদলের হাল ধরবেন যারা, তাদের নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।  এখন শুধু ঘোষণার অপেক্ষা।  ছাত্রদলের সুপার ইউনিট হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে যারা থাকছেন তাদের নাম চূড়ান্ত করা হয়েছে।

সূত্রে জানা গেছে, ছাত্রদলের কমিটি গঠনে ত্যাগীদের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তারেক রহমানের ব্যক্তি-বিশেষের সুপারিশ।  তবে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দলের হাইকমান্ড চরম বিরক্ত।  উত্তরের কমিটিতে মামলার এক আসামিকে রাখা হয়েছে।  এ নিয়ে ছাত্রদলের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সভাপতি হিসেবে আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক পদে আবুল বাশার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে আসিফ রহমান বিপ্লবের নাম বেশ জোরেশোরে শোনা যাচ্ছে।

অন্যদিকে ঢাকা মহানগর উত্তর সভাপতি পদে মিজানুর রহমান রাজ ও সাধারণ সম্পাদক হোসেন রুবেলের নাম শোনা যাচ্ছে।

সূত্র জানায়, বিএনপি ক্ষমতায় থাকার সময় এক মামলায় গ্রেফতার হয়েছিলেন রুবেল।  ওই অভিযোগে তাকে সে সময়ে সংগঠন থেকে বহিষ্কারও করা হয়।  ঢাকা মহানগর বিএনপির এক নেতার জোরালো সুপারিশে তাকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে বলে জানা গেছে।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহীন ও সাধারণ সম্পাদক গাফফার চৌধুরীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে বলে জানা গেছে।
গাফফার বর্তমানে কামরাঙ্গীচর থানা ছাত্রদলের সভাপতি।

ঢাকা মহানগর পূর্ব সভাপতি হিসেবে খন্দকার এনাম ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের নাম এসেছে।  এ দুজনের মধ্যে কামাল হোসেন বর্তমান মহানগর উত্তরের ১নং যুগ্ম-সম্পাদক।

তাকে নাকি বিশেষ এক নেতার সুপারিশে পূর্বের সাধারণ সম্পাদক হিসেবে চূড়ান্ত করা হয়েছে।  এদিকে ত্যাগী মতিঝিল থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মানিককে বাদ দেয়ার খবর পাওয়া গেছে।

ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি কামরুজ্জামান জুয়েল ও সাধারণ সম্পাদক সাফায়েত রাব্বী আরাফাতের নাম শোনা গেছে।  আরাফাত রাব্বী বর্তমানে দারুসসালাম থানা ছাত্রদলের আহ্বায়ক।  

এদিকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিও পূর্ণাঙ্গ করা হয়েছে।  যেকোনো সময় প্রকাশ করা হবে বলে জানা গেছে।  তবে কারা নেতৃত্বে আসছেন তা এখনো জানা যায়নি।
২১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে