শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ০১:১০:২৩

বিমানবন্দরে ২৫ কেজি স্বর্ণ উদ্ধার

বিমানবন্দরে ২৫ কেজি স্বর্ণ উদ্ধার

নিউজ ডেস্ক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২৫ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি বিমান থেকে ২৩ কেজি এবং রিজেন্ট এয়ারের একটি বিমান থেকে প্রায় আড়াই কেজি স্বর্ণ জব্দ করেছেন গোয়েন্দারা।

বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাড়ে ১২ কোটি টাকার স্বর্ণ জব্দ করা হয়।

স্বর্ণ উদ্ধার সম্পর্কে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি। জব্দ করা সোনার দাম প্রায় সাড়ে ১২ কোটি টাকা।

তিনি জানান, মালয়েশিয়ান এয়ারলাইনসের বিমানটি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে এসেছে। তবে রিজেন্টের বিমানটি কোথা থেকে আসছিল বা গন্তব্য কি ছিল সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

২২ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে