শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ০৭:৫৬:০৫

খন্দকার মাহাবুবকে স্থায়ী কমিটির সদস্য করা হতে পারে

খন্দকার মাহাবুবকে স্থায়ী কমিটির সদস্য করা হতে পারে

ঢাকা: বিএনপি নেতাদের মধ্যে যে কয়জন বর্তমান সরকারের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলেছেন তাদের মধ্যে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন অন্যতম। শুধু কথা বলাই নয়, বরং মামলায় জর্জরিত একাধিক নেতার হয়ে মামলাও লড়েছেন তিনি।

দলের ক্রান্তি কালে পাশে থাকা আইনজীবী এই নেতাকে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণ ফোরাম স্থায়ী কমিটির সদস্য করার জোর দাবি জানিয়েছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর শিকদার এ দাবি জানান।

তিনি বলেন, ‘খন্দকার মাহবুব হোসেন বিএনপির চরম দুর্দিনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে সক্রিয় থেকেছেন, কথা বলেছেন। এখনো সক্রিয় রয়েছেন। এজন্য তাকে জেলও খাটতে হয়েছে। কিন্তু তিনি পিছপা হননি। তাই আমাদের আশা, বিএনপির আগামী কাউন্সিলে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে দলের স্থায়ী কমিটিতে দেখতে পাবো।’ এ সময় উপস্থিত নেতাকর্মীরা করতালির মাধ্যমে জাহাঙ্গীর শিকদারের বক্তব্যকে সমর্থন করে।
 
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জাসাস এ অনুষ্ঠানের আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন খন্দকার মাহবুব হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন-বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) লতিফ খান, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জাসাসের কেন্দ্রীয় সভাপতি এমএ মালেক, সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান প্রমুখ।
২২ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে