গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি গমক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের আগুনে পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার লাশ উদ্ধার করে পুলিশ জানিয়েছে, ওই দুই যুবককে শ্বাসরোধে হত্যার পর পরিচয় গোপন করতেই লাশ আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক এ বিষয়ে জানান, বৃহস্পতিবার খবর পেয়ে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হাওয়াখানা এলাকার একটি গমক্ষেত থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। ওই পথে যাতায়াতকারী লোকজনই প্রথমে লাশ দুটি দেখতে পায়। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশ দুটি গাইবান্ধা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ‘আনুমানিক ২২ থেকে ২৫ বছর বয়সী দুই যুবককে অন্য কোনো এলাকা থেকে ধরে এনে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে আলামত নষ্ট করতে আগুন বা অন্য কোনো দাহ্য পদার্থ দিয়ে লাশ দুটির মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ পুড়িয়ে ফেলে। গলায় পেঁচানো গামছাটি পুড়ে শরীরের সঙ্গে মিশে গেছে। এক যুবকের পা রুমাল এবং গামছা দিয়ে বাঁধা ছিল।’
উদ্ধারের সময় ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত দুই যুবক ধনাঢ্য পরিবারের সন্তান কিংবা সচ্ছল ব্যবসায়ী হয়ে থাকতে পারেন। তাঁদের পরনে জিন্সের প্যান্ট ও পায়ে দামি জুতা ছিল।
২২ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জেএম/আরএম