শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ১০:৫১:৫৪

‘সংবিধান পরির্বতন করে রাষ্ট্রবিরোধী কাজ করেছে আ.লীগ’

‘সংবিধান পরির্বতন করে রাষ্ট্রবিরোধী কাজ করেছে আ.লীগ’

ঠাকুরগাঁও প্রতিনিধি: অবসর গ্রহণের ১৬ মাস পর তৎকালীন বিচারপতি খায়রুল হক সাহেবকে দিয়ে রায় লিখিয়ে সংবিধান লঙ্ঘন করা হয়েছে। তাই সংবিধান পরির্বতন করে আওয়ামী লীগ রাষ্ট্রবিরোধী কাজ করেছে। ‘রাষ্ট্রবিরোধী’ ও সংবিধান বিরোধী কাজ করায় আওয়ামী লীগকে একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঠাকুরগাওয়ে এক কর্মীসভায় বক্তব্য প্রদানকালে তিনি এ মন্তব্য করেন। জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত বিজয়ী বিএনপি মেয়র প্রার্থী মির্জা ফয়সল আমীনের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ গণতন্ত্রকে একবারে কবরে পাঠিয়ে দিয়েছে এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘পাকিস্তান আমলে কিন্তু তারা (আওয়ামী লীগ) গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, তার ১৯৭১ সালে নির্বাচনে জয় লাভ করেছে। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধ করেছে। সেই আজকে গণতন্ত্রকে হত্যা করছে। সেই কারণ এতই দেওলিয়া হয়ে গেছে নির‌্যাতন, নিপিড়ণ করে বিরোধীদলকে ধ্বংস করে দিয়ে তাদেরকে ক্ষমতায় থাকতে হবে।’

পৌর বিএনপি আয়োজিত উক্ত সভায় এ্যাড আব্দুল হালিমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সাধারণ সম্পাদক তৈমুর রহমান, মেয়র মির্জা ফয়সল আমীন ও ওবায়দুল্লাহ মাসুদ।
২২ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে