ঢাকা: রাজধানীর কল্যাণপুর পোড়া বস্তির একটি অংশে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে দুর্বৃত্তরা এই আগুন দিয়েছে বলে অভিযোগ বস্তিবাসীর।
এর আগে, বৃহস্পতিবার ওই বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বস্তিবাসীর ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহতও হন। পরে দুপুরে হাইকোর্ট ওই বস্তি উচ্ছেদ কার্যক্রমে তিন মাসের নিষেধাজ্ঞা দিলে আংশিক উচ্ছেদ করেই ফিরে যায় হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট কর্তৃপক্ষ।
২২ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জেএম/আরএম