নীলফামারী: জেলার কিশোরগঞ্জে ডাকাতদের হামলায় র্যাবের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ডাকাতদের মধ্যে থেকেও দুই জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। র্যাব-১৩-এর সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
র্যাবের ওই কর্মকর্তা বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে দুই অস্ত্র বিক্রেতা ও ডাকাতকে ধরতে ক্রেতা সেজে টাকা নিয়ে র্যাবের একটি দল কালিকাপুর গ্রামের কাউয়ার মোড়ে যায়। এ সময় ডাকাত সহোদর মো. আলী ও আজাদ মিয়ার নেতৃত্বে পাঁচ-সাত জনের একটি দল ছদ্মবেশে থাকা এসআই রস্তুম আলী ও সোহান হোসেনের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাদের সাথে থাকা টাকা ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা তিন রাউন্ড গুলি ছুড়লে মো. আলীর (৫৫) পায়ে ও আজাদ মিয়ার (৪০) হাতে গুলিবিদ্ধ এবং ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে এসআই রুস্তম ও সোহান গুরুতর আহত হন।
পরে র্যাব সদস্যরা তাদের চিকিৎসার জন্য নিয়ে যান বলে তিনি জানান।
২২ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জেএম/আরএম