নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: সতের বছর বয়সি কিশোর শাহীন আলম ময়মনসিংহের নান্দাইল-আঠারবাড়ী সড়কে ইজিবাইক চালান। সে উপজেলার ধুরুয়া গ্রামের মো. ইব্রাহিম মিয়ার ছেলে।
কিন্তু গতকাল বৃহস্পতিবার শাহীন আলম সততার আরো একটি নজীর স্থাপন করেছেন। শাহীন বুধবার দুপুরে যাত্রীর জন্য নান্দাইল সেতুর কাছে অপেক্ষা করার একপর্যায়ে পেছনের আসনে সে একটি মানিব্যাগ দেখতে পায়। দ্রুত ব্যাগটি হাতে নিয়ে এর মধ্যে প্রচুর টাকা দেখতে পেয়ে সে কিছুটা ঘাবড়ে যায়। এরপর ইজিবাইক থেকে যাত্রী নামিয়ে মানিব্যাগটির মালিকের সন্ধান করতে থাকেন। কিন্তু খোঁজ নিয়েও এর মালিকের সন্ধান পায়নি সে। পরে সে এক দোকানির কাছে মানিব্যাগটি রেখে আবারো ভাড়া নিয়ে চলে যায়। এরপর দিনের বাকি সময় সড়কে কয়েকবার আসা-যাওয়া করলেও সে মানিব্যাগের মালিকের খোঁজ পায়নি।
এদিকে মানিব্যাগ হারিয়ে একটি বেসরকারি মুঠোফোন কোম্পানির খুচরা বিক্রয় কর্মকর্তা (আরএসও) মো. রোকুনোজ্জামান মহাবিপদে পড়ে যান। মানিব্যাগে ২০ হাজার টাকা ছাড়াও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি সেটির (ব্যাগটি) খোঁজ করছিলেন। এ দৃশ্য দূর থেকে লক্ষ করে শাহীন। কিছুক্ষণ পর রোকুনোজ্জামানকে জিজ্ঞেস করে শাহীন নিশ্চিত হয়, মানিব্যাগটির মালিক ওই ব্যক্তিই। পরে মানিব্যাগটি ফিরিয়ে দিলে তিনি শাহীনের দিকে তাকিয়ে বিস্মিত হন।
শহীনের এই সততায় মুগ্ধ হয়েছে ওখানে উপস্থিত সবাই। বর্তমান এই সময়ে শাহীনের মতো সবাই যদি হতো তাহলে পৃথিবীটা কতই না সুন্দর হতো।
২২ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জেএম/আরএম