ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামীকাল শনিবার রাতে সাংগঠনিক বিভিন্ন বিষয় ও আসন্ন ইউপি নির্বাচনের বিষয়ে আলোচনার জন্য দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করেছেন।
শুক্রবার বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাত ৮টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে দলের সাংগঠনিক পুনর্গঠন, ষষ্ঠ কাউন্সিল এবং দলীয় প্রতীকে আসন্ন স্থানীয় ইউপি নির্বাচনসহ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।
২২ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জেএম/আরএম