ঢাকা: শীর্ষ সন্ত্রাসী এরশাদ শিকদারের দেহরক্ষী শেখ মো. শামসুল আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত শামসুল আলম ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মো. মারুফ হোসেন সরদার জানান, খুলনার বিশেষ ট্রাইবুনাল আদালত-৩ অস্ত্র আইনের ১৯ এ ও ১৯ এফ ধারার একটি মামলায় মো. শামসুল আলমকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে।
২২ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জেএম/আরএম