শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ০১:৪০:১২

‘অবসরের পর কোন বিচারপতিকে রায় লিখতে দেওয়া হবে না’

‘অবসরের পর কোন বিচারপতিকে রায় লিখতে দেওয়া হবে না’

মৌলভীবাজার: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘এখন থেকে অবসরে যাওয়ার পর আর কোনো বিচারপতিকে রায় লিখতে দেওয়া হবে না বলে।’

বৃহস্পতিবার রাত ১১টার দিকে জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ সভা-২০১৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি নরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘আইনজীবীদের অস্বীকার করে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমরা বাংলাদেশে আইন ও শাসন পরিপন্থি কাজ করতে দেব না। একটি বিচার নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, ভবিষ্যতে এমন বিতর্ক যেন না হয় সেকারণে এখন থেকে অবসরের পর কোন বিচারপতিকে রায় লিখতে দেওয়া হবে না।’

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোছাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোতাহের আলী, জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শফিকুল ইসলাম, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. শাহ জালাল, অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, মো. আবু তাহের প্রমুখ।
২২ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে