শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ০২:৪৫:৪২

আমরা পল্লীবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি: বাবলু

আমরা পল্লীবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি: বাবলু

চট্টগ্রাম: জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি বলে মন্তব্য করেছেন পার্টির মহাসচিব পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া জিয়াউদ্দিন আহমেদ বাবুল এমপি।  

শুক্রবার সকালে চট্টগ্রামে শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
 
বাবলু বলেন, ‘চলমান সংকট কাটিয়ে জাতীয় পার্টি আগামী দিনের রাজনীতিতে নিয়ামক শক্তি হিসেবে আর্বিভূত হবে। জাতীয় পার্টির মধ্যে কোন ভেদাভেদ নেই। আমরা ঐক্যবদ্ধ আছি।’

উল্লেখ্য, গত রোববার রংপুর এক কর্মীসভায় এরশাদ ছোট ভাই জি এম কাদেরকে পার্টির কো-চেয়ারম্যান ঘোষণার পাশাপাশি পার্টির কাউন্সিলের জন্য জি এম কাদেরকে আহ্বায়ক ও সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে সদস্য সচিব করে একটি কমিটি ঘোষণা করেন।

এর প্রতিক্রিয়ায় গত সোমবার রাতে রওশন এরশাদপন্থি দলের বেশ কয়েকজন প্রেসিডিয়াম সদস্যদের নিয়ে বৈঠক করে দলের চেয়ারম্যানের সিদ্ধান্তকে প্রত্যাখান করে উল্টো বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার সিদ্ধান্তের কথা জানান জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
২২ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে