শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ০৪:২৩:০৮

যেসব বিষয়ে কাল স্থায়ী কমিটির সঙ্গে খালেদার বৈঠক

যেসব বিষয়ে কাল স্থায়ী কমিটির সঙ্গে খালেদার বৈঠক

নিউজ ডেস্ক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও দলের আগামী পরিকল্পনা ঠিক করতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দলীয় সূত্র জানায়, বৈঠকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ সাংগঠনিক কার্যক্রম নিয়ে বৈঠকে আলোচনা হবে। কাউন্সিলের সম্ভাব্য তারিখ নিয়েও আলোচনা হতে পারে।
২২জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে