শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ০৯:১২:১৯

গণজাগরণ মঞ্চে হামলা, পুলিশ কর্মকর্তারাই দায়ী : ইমরান

গণজাগরণ মঞ্চে হামলা, পুলিশ কর্মকর্তারাই দায়ী : ইমরান

ঢাকা : রাজধানীর গুলশানে গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।  

পাকিস্তান দূতাবাস ঘেরাও কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে এক গণসমাবেশ তিনি এ কথা বলেন।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ গণসমাবেশ হয়।

ইমরান এইচ সরকার বলেন, পাকিস্তান দূতাবাসে শান্তিপূর্ণ ঘেরাও কর্মসূচিতে কোনোরকম উসকানি ছাড়াই হামলা চালিয়েছে পুলিশ।  হামলার সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার দাবি করছি।  

তিনি বলেন, পাকিস্তান হাইকমিশন থেকে প্রতিনিয়ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে।  সেখান থেকে জাল নোট ছাপানো হচ্ছে।  জঙ্গিবাদীদের অর্থায়ন করা হচ্ছে।

ইমরান বলেন, পাকিস্তান এখনো বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না। তাদের গণহত্যার দায় স্বীকার করছে না।  তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশের জন্য সুবিধাজনক বিষয় নয়।

তিনি বলেন, আমরা বহুবার টানা কর্মসূচি পালন করার পরও পাকিস্তানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় দূতাবাস ঘেরাও করতে গিয়েছিলাম।  কিন্তু পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচিতে আক্রমণ করেছে।  যখন কোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে আক্রমণ করা হয়, তখন বুঝতে হবে অন্য কোনো উদ্দেশ্য আছে।

ইমরান এইচ সরকার বলেন, যুদ্ধাপরাধীদের রায় কার্যকরের পর পরই গণহত্যার দায় অস্বীকার করে পাকিস্তান বিবৃতি দিচ্ছে।  সরকারের উচিত, পাকিস্তানের এসব অপচেষ্টাকে প্রতিহত করা।  পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করাই একমাত্র সমাধান।
২২জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে