সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ১০:১০:৪১

মঙ্গলবার থেকে বাজারে আসছে দুই ও পাঁচ টাকার নতুন নোট

মঙ্গলবার থেকে বাজারে আসছে দুই ও পাঁচ টাকার নতুন নোট

এমটিনিউজ২৪ ডেস্ক : মঙ্গলবার থেকে বাজারে আসছে দুই ও পাঁচ টাকার নতুন নোট।সিনিয়র অর্থসচিব ফাতিমা ইয়াসমিনের সই করা নতুন মুদ্রিত নোট ২৯ নভেম্বর থেকে বাজারে ছাড়া হবে।

অর্থ বিভাগ জানায়, প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোটগুলো ইস্যু করে বাজারে ছাড়া হবে। এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কার্যালয় এবং বাণিজ্যিক ব্যাংকগুলো থেকেও নতুন দুই টাকার নোট ইস্যু করা হবে। তবে নতুন ২ টাকার নোটে অর্থসচিবের সইটা শুধু নতুন যোগ হচ্ছে।

নতুন নোটের রং, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমানে প্রচলিত নোটের মতোই থাকবে বলে জানা গেছে। তবে মুদ্রিত নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত দুই ও পাঁচ টাকা মূল্যমানের কাগুজে নোট ও ধাতব মুদ্রাও চালু থাকবে বলে জানায় অর্থ বিভাগ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে