মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:২২:৫১

‘পুনরায় ভর্তি পরীক্ষা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে’

‘পুনরায় ভর্তি পরীক্ষা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে’


ঢাকা: ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে নতুন পরীক্ষা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে এমনি ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিকেল ৪টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন। মঙ্গলবার সকাল দশটায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবে তারা।

গত শনিবার থেকে একই দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা। ফলাফল বাতিল চেয়ে রবিবার হাইকোর্টে একটি রিট দাখিল করা হয়। অবশ্য আদালত ওই রিট সোমবার খারিজ করে দিয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের পূর্বনির্ধারিত কর্মসূচি হিসেবে সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় চার শিক্ষার্থীকে আটক করা হয়। এরপর শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন।

রিট খারিজ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের একজন বলেন, ‘প্রশ্ন ফাঁসের পরীক্ষা অবশ্যই বাতিল করে পুনরায় পরীক্ষা দিতে হবে। লোকদেখানো এ পরীক্ষায় আমাদের পরিশ্রমকে বৃথা যেতে দিতে পারি না। এখন সারাদেশেই আমাদের আন্দোলন চলছে, আমরা আপাতত শহীদ মিনারে অবস্থান করে আন্দোলন চালিয়ে যাচ্ছি।’

পরবর্তী সময়ে রাজপথ অবরোধের মতো বড় কর্মসূচি দিয়ে হলেও শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবি আদায় করে ছাড়বেন বলে জানান।

সোমবার সকালে আটক হওয়া চার শিক্ষার্থীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিও জানানো হয়।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের মধ্যেই ১৮ সেপ্টেম্বর শুক্রবার সারাদেশে একযোগে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রবিবার ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে পাসের হার ৫৮.৪ শতাংশ।
২২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে