সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬, ০৭:৫৩:২৫

আ.লীগের কেন্দ্রীয় কমিটির আকার বাড়ছে

আ.লীগের কেন্দ্রীয় কমিটির আকার বাড়ছে

ঢাকা: আগামী ২৮ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দলটির কেন্দ্রীয় কমিটির আকার বাড়ছে। ৭৩ সদস্যের কার্যনির্বাহী সংসদ এবার হতে পারে ৮১ সদস্যের। আর এ কারণে দলটির গঠনতন্ত্রেও আনা হতে পারে সংশোধনী। আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা এসব তথ্য দিয়েছেন।

ওই নেতা জানিয়েছেন, কার্যনির্বাহী কমিটির সদস্য সংখ্যা কত হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। নীতিনির্ধারণী পর্যায়ে ৮১ সদস্যের সম্ভাব্য কার্যনির্বাহী সংসদ গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। দায়িত্বশীল সূত্র জানায়, নতুন পদের মধ্যে সাংগঠনিক সম্পাদকের পদ অন্তত তিনটি বাড়বে। সভাপতিমণ্ডলীর সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক পদও বাড়তে পারে।

জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, নতুন কিছু পদ সৃষ্টি করা সময়ের দাবি। আর বড় দলের কাজও বেশি। তাই কার্যনির্বাহী সংসদের সদস্যসংখ্যা বাড়ানো দরকার। এ নিয়ে দলে আলোচনা হয়েছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আরও আলাপ-আলোচনা হতে পারে।

বর্তমান গঠনতন্ত্রে আওয়ামী লীগের ৭৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী সংসদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে সভাপতিমণ্ডলীর পদের সংখ্যা ১৫টি। সাধারণ সম্পাদকসহ দলের সম্পাদকমণ্ডলীর পদ ৩২টি। এর মধ্যে তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতজন সাংগঠনিক সম্পাদক। দপ্তর-উপদপ্তর ও প্রচার-উপপ্রচার চারজন। বাকি ১৭টি বিষয়ভিত্তিক সম্পাদকের পদ। এর বাইরে ১ জন কোষাধ্যক্ষ ও ২৬টি সদস্যের পদ রয়েছে।

এ এইচ এম কামারুজ্জামানের ছেলে রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনেরও ভালো কোনো পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি এখন কেন্দ্রীয় কমিটির সদস্য।

প্রতিটি বিভাগের জন্য আওয়ামী লীগের একজন করে সাংগঠনিক সম্পাদক আছে। ময়মনসিংহ নতুন বিভাগ হয়েছে। কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করা হতে পারে বলে আলোচনা রয়েছে। তাই সাংগঠনিক সম্পাদকের পদ বৃদ্ধি করতে হবে বলে দলের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন।
২৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে