ঢাকা: সম্পদের তথ্য গোপন করার অভিযোগ বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা নিম্ন আদালতে চলতে বাধা নেই। দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান বিষয়টি জানিয়েছেন।
দুদকের দায়েরকৃত এ মামলায় ২০০৯ সালে অভিযোগ গঠন করা হয়। এরপর মামলাটি বাতিল চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন নোমান। সে আবেদনের শুনানি করে ২০১৩ সালে রুল জারি করে হাইকোর্ট। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেন নোমান। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সেই আপিলের শুনানি হয় আজ।
নোমানের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এ আবেদনের বিষয়ে আদালতে শুনানি করার অপারগতা প্রকাশ করলে আবেদনটি নট প্রেস রিজেক্ট (উত্থাপিত হয়নি মর্মে খারিজ) করা হয়। এর ফলে নিম্ন আদালতে দুদকের করা মামলাটি চলবে।
২৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জেএম/আরএম