ঢাকা : বিয়ের প্রথম দিন মানেই প্রতিটি মানুষের কাছে জীবনের সবচেয়ে সুন্দর ও স্মরণীয়। সাধ করেই বিয়ে করছেন অনেকে। আবার একটা সময় আবার সেই সম্পর্ক ভেঙ্গে দিতে অর্থাৎ তালাক পেতে আদালতের আশ্রয়ও নিচ্ছেন অনেকে।
তালাকের সংখ্যা বিশ্বের অন্যান্য দেশে বহু সংখ্যক হলেও বাংলাদেশেও বর্তমানে বাড়ছে এর সংখ্যা। এক প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশের দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাতেই গত ২০১৪ সালে ডিভোর্স হয়েছে ৫,৪১৮টি।
হঠাৎ করে বাংলাদেশে ডিভোর্সের গতি এতটা কেন বাড়ছে? এমন কারণ সন্ধানে অনেকেই দাবী করছেন, ডিভোর্স বৃদ্ধি পাওয়ার অন্যান্য কারণের পাশাপাশি জি বাংলা, স্টার প্লাসের মতো টিভি চ্যানেল, অতি আধুনিকতা, সোশ্যাল মিডিয়া এবং বিদেশি সংস্কৃতির প্রভাব। এমন দাবী করেছেন ডয়চে ভেলের ফেসবুক বন্ধু মোহাম্মদ নূরসহ বেশ কয়েকজন।
২৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন