পটুয়াখালী: ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ও দৈনিক ডেসটিনির উপ-সম্পাদক আলতাফ মাহমুদের ৪র্থ দফা জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় তার পিতা সুন্দর আলী খানের কবরের পাশে তাকে দাফন করা হয়।
আলতাফ মাহমুদের প্রথম জানাজা তার হাতে গড়া সংগঠন ঢাকা রিপোর্টাস ইউনিটিতে রোববার সকাল সাড়ে এগারোটায়, পরে দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লবে অনুষ্ঠিত হয়।
এরপর গলাচিপা শহরের জৈনপুরী দরবার শরীফ মাদরাসা মাঠে সোমবার সকাল ১০টায় ৩য় দফা ও নিজ বাড়ি ডাকুয়া মসজিদে বেলা ১১টায় ৪র্থ দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৪ই জানুয়ারি আলতাফ মাহমুদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
সত্তর দশকে সাংবাদিকতায় আসা আলতাফ মাহমুদ দীর্ঘদিন কাজ করেছেন সাপ্তাহিক খবরের প্রধান প্রতিবেদক হিসেবে।
২৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জেএম/আরএম