গাজীপুর: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের পূর্ব নির্ধারীত গাজীপুরের কাপাসিয়া সফর বাতিল হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ বলেন সোহেল তাজের শরীর খারাপ বলে তিনি সফর বাতিল করেছেন।
এ প্রসঙ্গে গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন জানান, রাজেন্দ্রপুরে প্রায় তিন শতাধিক গাড়ি নিয়ে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সোহেল তাজের অপেক্ষায় ছিলাম। কিন্তু খবর পেলাম তিনি বাসা থেকে বের হয়ে আবার বাসায় ফিরে গেছেন।
উপজেলা আওয়ামী লীগ নেতা আমানত হোসেন খান বলেন, বাসা থেকে কাপাসিয়ার উদ্দেশে রওনা করে সোহেল তাজ আবার বাসায় ফিরে গেছেন। খবর পেলাম তিনি আজ আসবেন না।
এদিকে বেলা এগারটার দিকে সোহেল তাজের বড় বোন স্থানীয় এমপি সিমিন হোসেন রিমি কাপাসিয়ার ডাক বাংলায় আসেন। তিনি দুই মিনিট সেখানে অবস্থান করে উপজেলা পরিষদে চলে যান।
সোহেল তাজের কাপাসিয়া আসার কর্মসূচি বাতিল হওয়া প্রসঙ্গে তার বড় বোন গাজীপুর-৪ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি সিমিন হোসেন রিমি বলেছেন, সোহেল তাজ হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারনে কাপাসিয়া আসেনি। আর সেতো নিজেই বলে দিয়েছে সে রাজনীতিতে আসবে না।
প্রসঙ্গত, সোহেল তাজ তার বোন রিমিকে সঙ্গে নিয়ে বাবা তাজউদ্দীন আহমদ ও মা জোহরা তাজউদ্দীনের নামে গঠিত ‘মেমোরিয়াল ফাউন্ডেশন’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। ওই ফাউন্ডেশনের কাজেই তিনি আজ গাজীপুরের কাপাসিয়ায় যাচ্ছিলেন।
২৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জেএম/আরএম