নিউজ ডেস্ক : ঢাকার কদমতলী থানা এলাকা ও নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভুঁইঘর এলাকায় গ্যাস সংকটে গৃহিণীরা নাজেহাল। ঠিকমত রান্না-বান্না করে পরিবারের সদস্যদের খাওয়াতে না পারায় ক্ষোভে ফুঁসছে। ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ভুঁইঘর এলাকায়।
ফতুল্লার ভুঁইঘর এলাকায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রুটে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে এলাকাবাসী। এ সময় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘গ্যাস নাই গ্যাস চাই, পাক করে খেতে চাই’ স্লোগানে কুতুবপুর ইউনিয়ন এলাকাবাসী ‘আমরা সাধারণ জনগণ’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে।
এলাকাবাসী জানান, কদমতলীর রায়েরবাগ ও ভুঁইঘর এলাকায় নিভু নিভু গ্যাগের কারণে গৃহিণীরা ঠিকমত রান্না-বান্না করতে পারছেন না। কয়েকদিন পর এসএসসি পরীক্ষা। ঠিকমত রান্না-বান্না করতে না পারলে পরীক্ষার্থীদের না খেয়েই পরীক্ষা হলে যেতে হবে।
তার জানান, সারাদিন গ্যাস থাকে না। রাত ১২টার গার্মেন্ট বন্ধ থাকলে এলাকায় পর্যাপ্ত গ্যাস পাওয়া যায়। এ বিষয়ে বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ করা হলেও কোনো প্রতিকার না পাওয়ার কারণে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে।
ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, এলাকাবাসী গ্যাসের দাবিতে রাস্তায় বিক্ষোভ করে। পরে তাদের গ্যাস সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিলে পরিস্থিত শান্ত হয়।
২৫ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম