সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬, ০৯:০৩:০৪

খালেদার সঙ্গে যে কথা হয় বার্নিকাটের

খালেদার সঙ্গে যে কথা হয় বার্নিকাটের

ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য বৈঠক করছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন ব্লুম বার্নিকাট। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে টানা দুই ঘণ্টা বৈঠক করেছেন তিনি। সোমবার সন্ধ্যা ৬টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ খবর নিশ্চিত করেন। বৈঠকে উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানে বেগম জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, ড. সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
২৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে