সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬, ১১:৫৯:৫৯

খালেদা জিয়াকে ধন্যবাদ জানালেন মুহিত

খালেদা জিয়াকে ধন্যবাদ জানালেন মুহিত

ঢাকা : নিজের জন্মদিনে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।  গত এক বছরে দেশে নতুন করে ‘রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি না করায়’ মুহিতের এই ধন্যবাদ।

তিনি বলেন আজকে আমার একটি বিশেষ দিন।  এ দিন আমি খালেদা জিয়াকে ধন্যবাদ জানাচ্ছি।  গত এক বছর কোনো জ্বালাও-পোড়াও না হওয়ায় দেশের অর্থনীতিতে গতির সঞ্চার হয়েছে।

সহকর্মীদের শুভেচ্ছার পাশাপাশি সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও ভালোবাসায় আপ্লুত হন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।  জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।
 
সোমবার তার ৮৩তম জন্মদিনে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীসহ সহকর্মীদের শুভেচ্ছার পাশাপাশি সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও ভালোবাসায় আপ্লুত হন মুহিত।  প্রবীণ এ রাজনীতিবিদের প্রাণশক্তির প্রসংশা করে এক মন্ত্রী তার বয়স উল্টে মুহিতকে তুলনা করলেন ৩৮ বছরের যুবকের সঙ্গে।

অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে জন্ম নেয়া মুহিত একাধারে একজন অর্থনীতিবিদ, কূটনীতিক, ভাষা সংগ্রামী ও মুক্তিযোদ্ধা।  

টানা সাত বছর বাংলাদেশের বাজেট ঘোষণা করার রেকর্ডও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মুহিতের। সিলেট জেলা মুসলিম লীগের নেতা আবু আহমদ আবদুল হাফিজের দ্বিতীয় ছেলে মুহিত। তার মা সৈয়দ শাহার বানু চৌধুরীও রাজনীতিতে সক্রিয় ছিলেন।
 
অন্যদিনের মতো সোমবার ও সকালে সচিবালয়ে অফিসে আসেন অর্থমন্ত্রী। তবে দিনটা তার জন্য অন্যদিনের মতো ছিল না।  অফিসে এসেই দেখেন ফুলে ফুলে ছেয়ে গেছে তার রুম।  এ সময় নিজের দফতরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে শুভেচ্ছা জানান। নিয়মিত অর্থ মন্ত্রণালয়ের সংবাদ সংগ্রহ করেন এমন কয়েকজন সাংবাদিকও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান অর্থমন্ত্রীকে।  পরে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রী।  

মন্ত্রিসভার বৈঠক শেষে তার দফতরে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কেক কাটেন অর্থমন্ত্রী।  মুহিত বলেন, পৃথিবীতে আমিই সম্ভবত একমাত্র ব্যক্তি, যে ৮৩ বছর বয়সেও অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছে।  জন্মদিনের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মুহিত বলেন, ৮৩তম জন্মদিনে এসে ভালো লাগছে এই বেঁচে থাকা।  কাজের মধ্যে, কাজের ভেতরে থাকতে ভীষণ ভালো লাগে।
 
জীবনের এতটা পথ পাড়ি দেয়ার পর কোনো দুঃখ আছে কি না জানতে চাইলে মুহিত সাংবাদিকদের বলেন, কোনো দুঃখ নেই।  কারণ যা পারিনি তার চেয়ে কী পারি, কী পারলাম, এ পাল্লা অনেক বেশি ভারী।
২৫ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে