নিউজ ডেস্ক : মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় আরও এক আসামীর মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিচারাধীন এমদাদুল হক ওরফে টাক্কাবালী (৮০) চিকিৎসা নিচ্ছিলেন।
সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে তার মৃত্যু হয়। তিনি ঢামেকের নতুন ভবনের ৬০২ নম্বর কক্ষে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুর সময় তার সঙ্গে ছিলেন ছেলে মোজাম্মেল হক। ঢামেকের কর্তব্যরত কারারক্ষী জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেন।
এমদাদুল হকের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।
টাক্কাবালী ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের চুনটা গ্রামের মৃত হাজী মমতাজ মুন্সীর ছেলে। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন চেয়ারম্যান বিচারপতি মোহাম্মাদ আনোয়ার উল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।
২৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস