সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার নবকুমার দ্বীপে একটি গুড়বাহী ট্রাক একটি ঝুপড়ি ঘরে ঢুকে পড়ে। এতে ট্রাকে চাপায় নিহত হয় ঘরটিতে ঘুমিয়ে থাকা একই পরিবারের বাবা-মা ও তাদের সন্তান।আহত হয়েছে আরো অন্তত ২ জন।
মঙ্গলবার ভোর রাত ৬টার দিকে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহতেরা হলো, জেলার শাহজাদপুর পৌর এলাকার নব কুমার ব্রিজের পাশের বস্তিবাসী আবু বক্কার (৩৫), তার স্ত্রী আরোভি খাতুন (২৭) ও তাদের শিশু সন্তান সাব্বির (৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোর ৬টার দিকে যশোর থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরগামী গুড় বোঝাই একটি ট্রাক পৌর এলাকার শাহজাদপুর-দ্বারিয়াপুর আঞ্চলিক সড়কের নব কুমার দ্বীপ এলাকায় পৌঁছে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ঝুপড়ি ঘরে উঠে পড়ে।
এতে ঘটনাস্থলেই ওই ঘরে ঘুমিয়ে থাকা আবু বক্কার, তার স্ত্রী আরোভি খাতুন ও তাদের শিশু সন্তান সাব্বির নিহত হয়। আহত হয় আরো অন্তত দুইজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জের এসপি মিরাজ উদ্দিন আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে, ঘনকুয়াশায় পথ না দেখায় ট্রাকটি বাড়িতে উঠে গেছে। খোঁজ নিয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
২৬ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ