ঢাকা : সম্পদের হিসাব জমা না দেয়া সংক্রান্ত মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন দাখিল করেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান বানু।
আবেদনে মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি সম্পদের হিসাব দাখিলের জন্য পুনরায় নোটিশ দেয়ার আবেদন জানানো হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের ডিভিশন বেঞ্চের আজকের কার্য তালিকায় শুনানির জন্য আবেদনটি অন্তভুক্ত রয়েছে।
এর আগে দুর্নীতি দমন কমিশন সম্পদের হিসাব চেয়ে তারেক রহমানের শাশুড়িকে নোটিশ দেয়। কিন্তু সম্পদের হিসাব না দেয়ায় নন সাব মিশন মামলা দায়ের করে দুদক। ইতোমধ্যে এই মামলার চার্জশিট দাখিল করা হয়েছে।
২৬ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ