ঢাকা : প্রতিমন্ত্রী তারা হালিম বলেছেন, ‘মোবাইল অপারেটররা যদি শতভাগ সহায়তা করত তাহলে মাঠপর্যায়ের চিত্র অন্যরকম হতো।চিত্রটা আমার সামনে একরকম, গ্রাউন্ড লেভেলে আরেক রকম।’
মঙ্গলবার সচিবালয়ে টেলিকম রিপোর্টার্স ফোরামের (টিআরএনবি) নববির্বাচিত কমিটির সঙ্গে পরিচিতিমূলক সভায় তিনি একথা বলেন।
মোবাইল অপারেটররা সঠিকভাবে সহায়তা না করায় ক্ষুব্ধ কণ্ঠে প্রতিমন্ত্রী বলেন, ‘এটা হতে পারে না। সহযোগিতা করলে শতভাগ করতে হবে।’
‘ইতোমধ্যে ৪০০টির মতো অভিযোগ এসেছে। এসব নিয়ে আগামী বৃহস্পতিবার মোবাইল কোম্পানির প্রধান নির্বাহীদের সঙ্গে বসব।’
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এও অভিযোগ করেন, সিম রিমের বায়োমেট্রিক নিবন্ধনে মোবাইল অপারেটররা শতভাগ সহায়তা করছে না।
২৬ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ