মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬, ০২:১৩:৩৫

‘খালেদা জিয়াকে ভয় পায়’

‘খালেদা জিয়াকে ভয় পায়’

নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অপপ্রয়াস চালানো হচ্ছে।
 
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
 
মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে দুর্নীতি ও নাশকতার মামলার পর রাষ্ট্রদ্রোহের মামলা প্রমাণ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ খালেদা জিয়াকে ভয় পায়।
 
তিনি বলেন, গত ২১ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে দেশনেত্রী যে বক্তব্য প্রদান করেন তার একটি ক্ষুদ্র অংশের বিকৃত ব্যাখা করে এই মামলাটি দায়ের করা হয়েছে।
 
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় খালেদা জিয়ার বিরুদ্ধে করা এক আইনজীবীর রাষ্ট্রদ্রোহের মামলা আমলে নিয়ে সমন জারি করে আদালত। আগামী ৩ মার্চ তাকে আদালতে হাজির হতে নির্দেশ দেয়া হয়েছে।
২৬ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে