ঢাকা : সহশিক্ষা কার্যক্রমে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ‘দ্য ডিউক অব এডিনবুর্গস ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড’ লাভ করেছেন।
এর মধ্যে একজন গোল্ড, পাঁচজন সিলভার এবং সাতজন ব্রোঞ্চ অ্যাওয়ার্ড লাভ করেন।
গোল্ড অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী হলেন- শুচিতা নাসরীন জান্নাত (উদ্ভিদবিজ্ঞান)।
আর সিলভার অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মৌসুমী পাল, ফাতেমা-তুজ-জোহরা, মো. তৌহিদুজ্জামান তরুণ (মার্কেটিং), নাজমী আমির (অর্থনীতি) এবং শিফাত হোসেন সংগীত (গণযোগাযোগ ও সাংবাদিকতা)।
ব্রোঞ্চ অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- এসএম রাবেয়া জাহান কলি, জেরিন মমতাজ চৌধুরী (মার্কেটিং), নাহিয়ান আজাদ শশী (অর্থনীতি), সুমাইয়া বিনতে কাশেম (মনোবিজ্ঞান), তাহসিনা আকবর, শিফাত আনোয়ার টুম্পা এবং সাদিয়া আফরীন চৌধুরী (উন্নয়ন অধ্যয়ন বিভাগ)।
সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন।
বিশ্ববিদ্যালয় ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর এ অনুষ্ঠানের আয়োজন করে।
ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মেহজাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে দ্য ডিউক অব এডিনবুর্গস ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম, জাতীয় পরিচালক অধ্যাপক ড. কেএম শরিফুল হুদা, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ড. মু. মনজুরুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরেফিন সিদ্দিক দেশাত্মবোধ ও মানবিক মূল্যবোধে জাগ্রত হয়ে সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, বিশ্বের নানা প্রান্তে ধর্মের নামে হত্যা, নির্যাতন ও হানাহানি চলছে। ধর্মের এ অপব্যবহার রোধে শিক্ষার্থীদের স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশকে মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতেও তরুণ প্রজন্মকে দায়িত্ব নিতে হবে।
শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন আরেফিন সিদ্দিক।
২৬ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ