ঢাকা : রেহাই পেলেন না মা ও কথিত প্রেমিক। নরসিংদীতে শিশু শিহাবুর রহমান পায়েল হত্যা মামলায় তার মা আফরোজা সুলতানা নুপুরের যাবজ্জীবন এবং নুপুরের কথিত প্রেমিক গাজী আবদুস সালাম ওরফে উজ্জ্বল ওরফে রাজীবের ফাঁসি বহাল রেখেছে হাইকোর্ট।
বিচারিক আদালতের দণ্ড কার্যকরের আবেদন ও আসামিদের আপিল শুনানি করে মঙ্গলবার এ রায় ঘোষণা দেন বিচারপতি সৌমেন্দ্র সরকার ও বিচারপতি এ এন এম বশির উল্লাহর বেঞ্চ।
২০০৬ সালে নরসিংদীর পলাশ থানার পণ্ডিতপাড়ার সিঙ্গাপুর প্রবাসী সোহরাব হোসেন ভূঁইয়া মামুনের ছেলে পায়েলকে হত্যার ঘটনায় জেলার একটি আদালত ২০০৯ সালে তাদের এই সাজা দিয়েছিল।
বর্তমানে আসামি নুপুর ও উজ্জ্বল কারাগারে রয়েছেন বলে জানিয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী টিকু।
২৬ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম