নিউজ ডেস্ক : চলমান বড় বড় প্রকল্পের জন্য অর্থের প্রয়োজনের কথা জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার সচিবালয়ে আইএমএফের নতুন নির্বাহী পরিচালক সুবীর গোকর্ণের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, দেশে এখন বড় বড় যে অনেক প্রকল্প হচ্ছে, সেগুলোর জন্য টাকা দরকার।
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর পাশাপাশি গভীর সমুদ্রবন্দর, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো বড় বড় প্রকল্প নিয়ে কাজ করছে সরকার।
এসব প্রকল্পের জন্য তহবিল কীভাবে জোগাড় হবে এমন প্রশ্নের জবাবে মুহিত বলেন, গ্লোবালি টাকা পয়সা অনেক আছে এখন। বাট দ্য পয়েন্ট ইজ, হোয়ার ফ্রম উই শুড টেক ইট অ্যান্ড ফ্রম হোম?
আইএমএফ-বিশ্ব ব্যাংকের পাশাপাশি চীনের উদ্যোগে গঠিত এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের দিকেও ঝুঁকেছে বাংলাদেশ।
অর্থমন্ত্রী বলছেন, বাংলাদেশের অর্থনীতির পরিসর বেড়ে যাওয়ায় এখন নানা স্থান থেকে তহবিল আনা দরকার। এর ফলে বিশ্বব্যাংক কিংবা আইএমএফের ঋণের ওপর নির্ভরশীলতা কমানো হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কমানোর কোনো চান্স নেই।
বড় বড় প্রকল্পের জন্য ‘কমার্শিয়াল বরোয়িং’ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে মুহিত বলেন, কিছু কিছু কমার্শিয়াল বরোয়িং তো হবেই। তবে অন্য অনেক উন্নয়নশীল দেশের মতো ‘স্টুপিডলি’ ঋণ নিয়ে কোনো সঙ্কটে পড়তে চাই না।
আইএমএফের নতুন নির্বাহী পরিচালকের সঙ্গে বৈঠকে নতুন কোনো প্রকল্পের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। তিনি বলেন, তাদের পয়সায় আমাদের বেশি একটা কাজ হয় না। যখন প্রয়োজন হবে তখন ডাকবো এটা আমরা বলেছি।
সুবীর গোকর্ণের সাক্ষাতের বিষয়ে মন্ত্রী বলেন, তিনি নতুন ইডি। ডিসেম্বরে জয়েন করেছেন। বাংলাদেশে এটাই তার প্রথম সফর। গত ৬ বছর রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার ডেপুটি গভর্নর ছিলেন তিনি।
২৬ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম