বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ০৭:০১:২০

বাজারে আসছে ১০০০ টাকার নতুন নোট

বাজারে আসছে ১০০০ টাকার নতুন নোট

এমটিনিউজ২৪ ডেস্ক : রবাজারে আসছে গভর্নর আব্দুর রউফ তালুকদার সই করা ১০০০ টাকা মূল্যমানের নতুন নোট। আগামীকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) থেকে নতুন এই নোট বাজারে পাওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (১৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই করা ১০০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও এ নোট ইস্যু করা হবে।

নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতোই অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত এই নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে চালু থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে