এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশের সংস্কৃতি ও কৃষ্টিকালচারকে জানতে চার হাজার কিলোমিটার পথ সাইকেল চালিয়ে বাংলাদেশ এসেছেন ভারতীয় তরুণী ছাবিতা মাহাতো।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। এরপর বাংলাদেশ ইমিগ্রেশনের সব কার্যক্রম শেষে জয়পুরহাট জেলার উদ্দেশ্যে রওনা দেন।
ওই তরুণী জানান, তার বাড়ি ভারতের কাশ্মীরে। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ভ্রমণ শেষে এবার বাংলাদেশের সফর করতে এসেছেন। প্রতিদিন ১৫০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে যাবেন। বাংলাদেশ-ভারত বন্ধু প্রীতিম দেশ। তাই বাংলাদেশের সংস্কৃতি ও কৃষ্টিকালচার কে জানতেই বাংলাদেশে আসা।