নিউজ ডেস্ক : জাতীয় সংসদের ক্যান্টিনে গ্যাস না থাকায় খাবার বিড়ম্বনায় পড়তে হয় সংসদের কর্মকর্তা-কর্মচারী ও আগত অতিথিদের। মঙ্গলবার এ পরিস্থিতির সৃষ্টি হয়। গ্যাস সংকটের কারণে ক্যান্টিনে ভাত, ডাল, ডিমভাজা এবং সবজির জন্য হুড়োহুড়ির ঘটনা ঘটছে বলে জানা গেছে।
অনেকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও খাবার না পেয়ে ফিরে যান। এমনকি সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ রশিদ, বিরোধীদলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরীসহ অনেকেই খাবার না পেয়ে বাসায় চলে যান।
সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, আমি অনেকক্ষণ অপেক্ষা করে খাবার না পেয়ে বাসায় চলে যাচ্ছি। কিন্তু বাসায়ও তো গ্যাস নেই। এ সমস্যা শুধু সংসদে নয়, পুরো ঢাকা শহরেই। আশা করি, কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে।
জানা গেছে, গ্যাস সংকটের কারণে বাবুর্চিরা রান্না করতে পারেননি। বিকল্প উপায়ে রান্না হলেও সংসদের সবার জন্য তা যথেষ্ট নয়। সারাদেশে তীব্র গ্যাস সংকটের মধ্যে আজ মঙ্গলবার সংসদের ক্যান্টিনেও এর প্রভাব পড়ে।
এতদিন সংসদে গ্যাস থাকলেও মঙ্গলবার চাপ একেবারে কমে যায়। কখনো কখনো গ্যাস আসেইনি। এ অবস্থায় বিপাকে পড়ে পাচকরা।
২৬ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম