এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর গুলশান-২ নম্বরে একটি ১২ তলা ভবনের ৭ম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করে বাংলাদেশ সেনাবাহিনীর টিম। এরই মধ্যে ওই ভবনে সেনাবাহিনীর সদস্যরা প্রবেশ করেছেন। তারা ভবনের বাসিন্দাদের উদ্ধারে কাজ করছেন।
রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এ তথ্য জানান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান।
রোববার রাত ১১টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ মাসুদ চৌধুরী।তিনি জানান, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। আমাদের উদ্ধারকারীরা ভেতরে কাজ করছে। এখন পর্যন্ত একজন মারা গেছেন বলে খবর পেয়েছি।
এর আগে সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটের দিকে আগুন লাগে। সর্বশেষ খবর পর্যন্ত ফায়ার সার্ভিসের মোট ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।