এমটিনিউজ২৪ ডেস্ক : শরীয়তপুরের জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলার বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের ওরমদি মাদবর কান্দি গ্রামের জাহাঙ্গির মোল্লার ছেলে শাকিল মোল্লা (২১), ভেগরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের মসলিম উদ্দিন মালের স্ত্রী আনোয়ারা বেগম (৪০), ছয়গাও ইউনিয়নের আনন্দবাজার গ্রামের সৌদি আরব প্রবাসী নাদিম মুন্সি (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে হটাৎ করেই বৃষ্টি ও বজ্রপাত হয়। এসময় জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের ওরমদি মাদবর কান্দি গ্রামের শাকিল মোল্লা (২১) কৃষি জমিতে কাজ করা অবস্থায় বজ্রপাতে মৃত্যু হয়।
অন্যদিকে ভেগরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের মসলিম উদ্দিন মালের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) গরু আনতে মাঠে যায়। সেখানেই বজ্রপাতে তিনিসহ তার গরুটি মারা যায়। এছাড়া ছয়গাও ইউনিয়নের আনন্দবাজার গ্রামের সৌদি প্রবাসী নাদিম মুন্সি (২৪) বজ্রপাতে গুরুতর আহত হয়। পরে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এছাড়াও কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভায় বজ্রপাতে মো. তৌহিদ মিয়া (৩৫) নামে এক ফার্নিচার মিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মার্চ) ভোরে চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তৌহিদ মিয়া ওই গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে।
এলাকাবাসী জানান, বুধবার ভোরে তৌহিদ মিয়া তার বাড়ির আঙিনায় কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আরজু মিয়া বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে নেত্রকোণার বারহাট্টা উপজেলায় বাড়ির সামনে জমিতে মাটি কাটার সময় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই কৃষক।
মঙ্গলবার (১৪ মার্চ) রাতে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেল ৪টায় উপজেলার সাহতা ইউনিয়নের হেলুচিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে আহত দুজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত ব্যক্তি উপজেলার হেলুচিয়া গ্রামের মৃত. রজব আলীর ছেলে রেহেন মিয়া (৪৫)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকলে বাড়ির সামনের জমিতে কয়েকজনকে নিয়ে মাটি কাটছিলেন কৃষক রেহেন। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।বজ্রপাতে রেহেন গুরুতর আহত হয়। এ সময় উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় রেহেনের সঙ্গে থাকা দুজন সামান্য আহত হয়েছেন। তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুল হক বলেন, মঙ্গলবার বিকেলে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের বিষয়ে এখনও পুরো তথ্য পায়নি।