ঢাকা : রাজধানীর তিতুমীর কলেজে ছাত্রদল ও ছাত্রলীগকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে ছাত্রদল তিতুমীর কলেজ শাখা বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসে। এসময় তাদের ওপর লাঠি নিয়ে হামলা করে তিতুমীর কলেজেরই ছাত্রলীগকর্মীরা।
পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বনানী থানা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
২৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম