বুধবার, ২২ মার্চ, ২০২৩, ০২:২৬:৪৮

গোয়েন্দাদের নজরে আরাভ : যে কোনো মুহূর্তে গ্রেপ্তার

গোয়েন্দাদের নজরে আরাভ : যে কোনো মুহূর্তে গ্রেপ্তার

এমটিনিউজ২৪ ডেস্ক : দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধন নিয়ে আলোচিত পুলিশ কর্মকর্তা খুনের আসামি হয়ে পালিয়ে থাকা রবিউল ইসলাম ওরফে আরাভ খান যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হবে। সে এখন দুবাই পুলিশের নজরদারিতে রয়েছে বলে সে দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর জানিয়েছেন।এদিকে আরাভ আমিরাতে গ্রেপ্তার হয়েছেন, এমন খবর নাকচ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। 

তবে তিনি একই সঙ্গে বলেছেন, আরাভের বিষয়টি আমিরাতকে জানানো হয়েছে। পাঁচ বছর আগে ঢাকায় পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় আসামি রবিউল যে আরাভ খান নামে দুবাইয়ে, তা সম্প্রতি প্রকাশ পায় সেখানে আরাভ জুয়েলার্স উদ্বোধনকালে।

ওই অনুষ্ঠানে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানসহ বিনোদন জগতের তারকারা ছুটে গেলে পুলিশ নিশ্চিত হয়, এই আরাভই এসবির পরিদর্শক মামুন হত্যার আসামি রবিউল। আরও জানা যায়, মামলার পর রবিউল ভারতে পালিয়ে গিয়েছিলেন। 

পরে আরাভ খান নামে ভারতীয় পাসপোর্ট করিয়ে দুবাইয়ে পাড়ি জমান। এসব খবর প্রকাশের পর আরাভকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি দাঁড় করাতে ইন্টারপোলের ‘রেড নোটিশ’জারির উদ্যোগ নেয় বাংলাদেশ পুলিশ।

এক প্রশ্নে রাষ্ট্রদূত আবু জাফর বলেন, অনেক নাম আছে। যেহেতু বাংলাদেশে আগে থেকে ওয়ান্টেট ছিল রবিউল নামে। এটার সঙ্গে অন্যান্য নাম যা যা সব আছে, সেগুলো পাঠিয়েছে সেভাবে, এ দেশের পুলিশ সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে