এমটিনিউজ২৪ ডেস্ক : চলতি মৌসুমে হজের সেবার খরচ সৌদি সরকার কমানোর পর বাংলাদেশের হজযাত্রীদের জন্য হজের খরচ কমেছে ১১ হাজার ৭২৫ টাকা।
ফলে সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য দাঁড়িয়েছে ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা। একইসঙ্গে হজ নিবন্ধনের সময় আগামী ২৭ মার্চ পর্যন্ত বেড়েছে। বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে সৌদি সরকারের উদ্ধৃতি দিয়ে এতথ্য জানানো হয়েছে।