শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ০৪:৩৭:৪৩

রহমতের বৃষ্টি দিয়ে প্রথম রোজা শুরু

রহমতের বৃষ্টি দিয়ে প্রথম রোজা শুরু

এমটিনিউজ২৪ ডেস্ক : রোজার প্রথম দিনে আজ রহমতের বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। বিকাল ৪টার আগেই ঢাকার বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি অব্যাহত রয়েছে।

আজ সকালেই ঢাকাসহ দেশের তিন বিভাগের কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সঙ্গে স্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টিরও শঙ্কার কথাও পূর্বাভাসে বলা হয়েছে।

এদিকে, আজ দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা বিভাগের প্রায় সব জেলায় ও চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইডি গবেষক এবং আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

তিনি জানান, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, রায়গঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক বেশি। ইতোমধ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ও ফরিদপুরে ঝড় শুরু হয়ে গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে