ঢাকা : দীর্ঘ সাত মাস পর মুক্তি পেলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান। বুধবার রাত ১১টা ২৪ মিনিটের সময় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেয়া হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
এর আগে গত বছরের মাঝামাঝিতে পটুয়াখালী থেকে গ্রেপ্তার হয়েছিলেন রাজীব। তার সাথে আরো পাঁচজনকে গ্রেফতার করা হয়েছিল।
গ্রেপ্তারের পর পুলিশের দাবি ছিল, তাদের প্রাইভেট কারে থাকা লাগেজ থেকে ৪৫ পিস ইয়াবা বড়ি ও একটি বোতল উদ্ধার করা হয়।
২৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম