বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ০৪:৪২:৫৬

ব্রয়লার মুরগিসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির পেছনে দায়ীদের শাস্তি চায় ক্যাব

ব্রয়লার মুরগিসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির পেছনে দায়ীদের শাস্তি চায় ক্যাব

এমটিনিউজ২৪ ডেস্ক : সম্প্রতি কারসাজির মাধ্যমে ব্রয়লার মুরগির দাম কেজিতে ২৬০ টাকা পর্যন্ত বৃদ্ধি করে বাজারকে অস্থিতিশীল করেছে অসাধু ব্যবসায়ীরা। সে কারণে ব্রয়লার মুরগিসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির পেছনে দায়ীদের শাস্তি চায় কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। 

বৃহস্পতিবার(৩০মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই স্বার্থপর ও লোভী ব্যবসায়ী সিন্ডিক্যাডের বিচারে দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করবে সংগঠনটি।

বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে মানববন্ধন। এতে ক্যাবের পক্ষ থেকে উপস্থিত থাকবেন ক্যাবের সহ-সভাপতি এস এম নাজের হোসাইন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবীর ভূঁইয়া ও বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ক্যাবের তথ্য কর্মকর্তা আনোয়ার পারভেজ। তিনি বলেন, ব্রয়লার মুরগিসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির কারসাজিতে দায়ীদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে