বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ০৮:৫৪:০১

ওমরাহ করতে গিয়ে মারা যাওয়া রনির স্ত্রী শোকে মূর্ছা যাচ্ছেন

ওমরাহ করতে গিয়ে মারা যাওয়া রনির স্ত্রী শোকে মূর্ছা যাচ্ছেন

এমটিনিউজ২৪ ডেস্ক : টঙ্গীর বড় দেওরা এলাকার আব্দুল লতিফের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয় ইমাম হাসান রনি। ২০১২ সালে প্রথম বিয়ে করেছিলেন। বনিবনা না হওয়ায় প্রথম স্ত্রী ২০১৭ সালে ছেলে ইসমাইল হোসেনকে রেখে চলে যায়। নতুন করে আবারও সংসার সাজাতে গেল মাসে বিয়ে করেছিলেন রনি।

ওমরাহ করতে গিয়ে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮ বাংলাদেশিদের একজন ইমাম হোসেন রনি (৪০)। দুই মাসের ছুটিতে দেশে ফেরেন গত ফেব্রুয়ারিতে। ৭ ফেব্রুয়ারি শিমু আক্তারের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় রনির। মূর্ছা যাচ্ছেন সৌদিতে মারা যাওয়া সদ্যবিবাহিত রনির স্ত্রী। কান্না থামছেই না।

গত ২৫ মার্চ সৌদির উদ্দেশে দেশত্যাগ করেন। সৌদি আরবের আবা এলাকার এক প্রতিষ্ঠানে চাকরি করতেন। সেখান থেকেই ওমরাহ পালনের জন্য যাওয়ার পথে ২৭ মার্চ আসির এলাকায় সড়ক দুর্ঘটনায় ১৮ বাংলাদেশির সঙ্গে তিনিও প্রাণ হারান।

ছেলে হারিয়ে বাকরুদ্ধ রনির বাবা আব্দুল লতিফ। মাঝে মধ্যে প্রলাপ বকছেন। আবার হুশ ফিরলেই ছেলেকে দেখার আকুতি জানাচ্ছেন।
তিনি জানালেন, ছেলের প্রবাসে অর্জিত টাকা দিয়ে বাড়ি করেছেন। তার টাকাতে সংসারের চাকা সচল ছিল। রনি মারা যাওয়ায় সামনে অনিশ্চিত ভবিষ্যৎ ভর করেছে।

ভাই জসিম বলেন, ২৫ মার্চ সৌদি আরব যাওয়ার জন্য ভাইকে বিমানবন্দরে দিয়ে আসি। ভালোভাবে পৌঁছেও যায়। ওমরাহ পালন শেষে ১ এপ্রিল কাজে যোগদানের কথা ছিল। কিন্তু ২৭ তারিখ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা গেল। এখন পুরো পরিবারের চোখে অন্ধকার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে