বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ০৫:০৪:২৩

ঈদেও পদ্মা সেতুতে বাইক চলবে না, জানানো হলো বিকল্প রুট

ঈদেও পদ্মা সেতুতে বাইক চলবে না, জানানো হলো বিকল্প রুট

এমটিনিউজ২৪ ডেস্ক :  ঈদেও পদ্মা সেতু দিয়ে বাইক চলবে না বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বিকল্প রুট হিসেবে শিমুলিয়া ফেরি চালু করে মোটরসাইকেল পারাপারের কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে নৌপথে সুষ্ঠুভাবে নৌযান চলাচল সংক্রান্ত ‘ঈদ ব্যবস্থাপনা সভা’ শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যেহেতু পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ আছে, সে কারণে আমরা চেষ্টা করছি শিমুলিয়ায় বিকল্প ব্যবস্থা করতে। বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি এ ব্যাপারে ব্যবস্থা নেবে।

গতবছর পদ্মা সেতু চালু হওয়ার পর বাড়তি চাপের কারণে দু’দিনের মাথায় মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। সেতু দিয়ে বাইক চালুর দাবি জানিয়ে আসছিলেন বাইকাররা। বাইকারদের অনেক দিনের দাবি, পদ্মা সেতু দিয়ে চলাচলের সুবিধা পায়।

প্রতিমন্ত্রী বলেন, শুধু মাওয়া হাইওয়ে না, ধীরে ধীরে সব হাইওয়েতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এটার গতিসীমাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। পৃথিবীর কোথাও হাইওয়েতে অবাধ মোটরসাইকেল চলাচলের ব্যবস্থা নাই। কাজেই আমাদের এগুলো মানতে হবে। 

দেখা যাচ্ছে ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে। তার শারীরিক সক্ষমতা, মোটরসাইকেলের সক্ষমতা সব মিলিয়ে যেকোনো মূহূর্তে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সরকারের দায়িত্ব মানুষকে নিরাপত্তা দেওয়া। মানুষকে নিরাপদ রাখার জন্য আমাদের শক্ত হতে হবে।

ঈদে ছয় দিন ফেরি দিয়ে পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া সাধারণ ট্রাক ও কভার্ড ভ্যান পারাপার বন্ধ থাকবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রতিবছরের মতো এবারও ঈদের আগের তিন দিন ও পরের তিনদিন পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান, ফেরি চলাচল বন্ধ থাকবে। 

এপ্রিল মাসে কালবৈশাখী ঝড় থাকে। এজন্য নৌ চলাচলের জন্য সংকেত মেনে চলতে হবে। ঢাকা সিটি করপোরেশন, নৌ পুলিশকে আরো সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে