ঢাকা : জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীনের বাবা বাংলাদেশ বেতারের স্বনামধন্য বংশীবাদক ওস্তাদ মনসুর আলী সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
ওস্তাদ মনসুর আলী মঙ্গলবার রাতে রাজধানীর ধানমণ্ডির বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। বুধবার বিকেলে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।
গণমাধ্যমে দেয়া এক শোকবাণীতে খালেদা জিয়া বলেন, ‘অসাধারণ দরদী সুরের বংশীবাদক ওস্তাদ মনসুর আলীর মৃত্যুতে দেশের সঙ্গীতপ্রিয় মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দেশের সঙ্গীতাঙ্গনে মরহুম মনসুর আলী ছিলেন চির উজ্জ্বল জ্যেতিষ্ক। অনন্য গুণী এই শিল্পী তার বাঁশীর সুরের যাদুকরী মূর্ছনায় সকলকে মোহিত করতেন। এই জীবনশিল্পীর পরলোকগমনে বাংলাদেশের সঙ্গীতাঙ্গণে এক গভীর শোকের সৃষ্টি হলো।’
খালেদা জিয়া মরহুম ওস্তাদ মনসুর আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্য, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, নিকটজন, ভক্ত, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।
এদিকে এক পৃথক শোকবাণীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওস্তাদ মনসুর আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, শিল্পী, ভক্ত ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
২৮ জানুয়ারি ২০১৬ এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ