ঢাকা : বাংলাদেশ ব্যাংক কর্মকতা গোলাম রাব্বীকে নির্যানকারী মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদারের বিরুদ্ধে মামলা গ্রহণ করার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে রাব্বীর পক্ষে শুনানিতে অংশ নেন- ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন- অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
রাব্বীর মামলা নিয়ে শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে বলেন, ‘মিস্টার অ্যাটর্নি, রাব্বীর এফআইআর গ্রহণ করতে বাধা কোথায়? এসআই মাসুদ যদি দোষী সাব্যস্ত হয় হবে।’
শুনানি শেষে আদালত জানিয়েছে, রাব্বী এসআই মাসুদ শিকদারের থানায় অথবা আদালতে মামলা নিয়ে গেলে সেটি গ্রহণ করতে হবে, মোহাম্মদপুর থানা এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতেও রাব্বী তার মামলা দায়ের করতে পারবেন। মামলা নিয়ে গেলে পুলিশ এবং আদালত মামলা নিতে বাধ্য থাকবেন।
আদালত তার পর্যবেক্ষণে বলেছে, রাব্বীর ঘটনায় পুলিশ (এসআই মাসুদ) অপরাধ করেছে। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল বলেছেন- বিভাগীয়ভাবে তদন্ত হচ্ছে। অপরদিকে আদালত বলেছে, এটা ডিপার্টমেন্টাল বিষয়। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যাবে।
রাব্বীর ঘটনায় রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন পরে সাংবাদিকদের বলেন, ‘আপিল বিভাগের এ আদেশের মাধ্যমে মানবাধিকারের উন্নয়ন হবে। আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালনের ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখবে।’
গত ৯ জানুয়ারি রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক গোলাম রাব্বীকে আটক করেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ শিকদারসহ কয়েকজন পুলিশ সদস্য।
ইয়াবা ব্যবসায়ী-সেবনকারী বানানোর ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা আদায়ের চেষ্টা করেন তারা। এরপর রাত তিনটা পর্যন্ত তাকে নিয়ে মোহাম্মদপুরের বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়ান এবং মারধর করেন। এমনকি তাকে বেড়িবাঁধে নিয়ে ক্রসফায়ারে হত্যার হুমকিও দেন।
পরদিন সকালে এ বিষয়ে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেন রাব্বেী। তবে তা মামলার হিসেবে গ্রহণ করেনি পুলিশ।
গত ১৮ জানুয়ারি হাইকোর্ট রাব্বীর অভিযোগেকে এফআইআর হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছিলেন। একই সঙ্গে গোলাম রাব্বীকে নির্যাতন কেন অবৈধ ঘোষণা করা হবে না, রাব্বীর অভিযোগ এজাহার হিসেবে কেন নেয়ার নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল দিয়েছিল আদালত।
অপরদিকে, হাইকোর্টের সে আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের আবেদনে গত ২১ জানুয়ারি চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রাব্বীর করা লিখিত অভিযোগ ‘এফআইআর’ হিসেবে নিতে হাইকোর্টের দেয়া আদেশে ২৫ জানুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ এবং আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।
প্রসঙ্গত, গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় এসআই মাসুদকে ১৬ জানুয়ারি সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এর আগে ১১ জানুয়ারি সকালে তাকে মোহাম্মদপুর থানা থেকে প্রত্যাহার করা হয়।
২৮ জানুয়ারি ২০১৬ এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ