ঢাকা : এ কি বললেন বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসের! নিজেকে নিঃস্ব বলেই দাবি করেছেন তিনি। ১২ বিলিয়ন ডলার সুইস ব্যাংকে আটকে থাকায় তার কাছে তেমন কোনো সম্পদ নেই বলেও জানান। নিজের কাছে যা আছে সবই বৈধ সম্পদ বলেও দাবি করেন মুসা।
আজ বৃহস্পতিবার সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের এসব কথা জানান মুসা বিন শমসের।
তিনি বলেন, আমি দুদককে বলেছি, আমার তেমন কোনো সম্পদ নেই, সুইস ব্যাংকে টাকা আটকে থাকায় একপ্রকার নিঃস্ব আমি। ১৯৭১ সালে আমি মুক্তিযুদ্ধের পক্ষে ছিলাম। আমার বিরুদ্ধে রাজাকারের যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন বলে মন্তব্য করেন মুসা।
রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে বের হওয়ার সময় বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
এর আগে সকালে সাড়ে ১০টার দিকে ব্যক্তিগত নিরাপত্তার বহর নিয়ে দুদকে হাজির হন মুসা। বেলা ১১টায় তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক। দুই ঘণ্টারও বেশি সময় তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী।
এর আগে ২০১৪ সালের ১৮ ডিসেম্বর মুসাকে প্রথমবার জিজ্ঞাসাবাদ করে দুদক। সে সময়ও তিনি দাবি করেন, বিদেশে ব্যবসা করে টাকা কামাই করেছেন তিনি, দেশে কোনো ব্যবসা করেন না। তার কোনো অবৈধ সম্পদও নেই বলে জানান।
২৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম